দেশের ফুটবলের বড় নাম মোহামেডান। ১৪ বছর পর প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়ে লিগ শেষ করলো সাদা-কালোরা।
চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েই লিগ শেষ করেছে আলফাজের শিষ্যরা।
২০০৯-১০ মৌসুমে শেষবার লিগের দ্বিতীয় স্থানে ছিল তারা। শেষ পাঁচ মৌসুমে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে আসার পর থেকেই শিরোপা নিজেদের দখলেই রেখেছে। হারিয়ে যেতে বসা মোহামেডান এই মৌসুমে আবারও নিজেদের ফিরে পেয়েছে অনেকটাই। আজ আবাহনীকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে তারা।
বুধবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচ শুরুর ১৩ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। জামাল ভূঁইয়ার কর্নারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোচা দারুণ হেডে বল জড়িয়ে দেন জালে। মোহামেডান সমতায় ফেরার সুযোগ খুঁজছিল। ২৯ মিনিটে আরিফের গোলে সমতায় ফেরে সাদা কালোরা।
মুজাফরভের কর্নারে বক্সের ভেতরে ইরানের ডিফেন্ডার মিলাদ শেখ ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, সামনে থাকা আরিফ বল পেয়ে বাঁ পায়ের স্লাইডিং শটে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে আবাহনী। ৫৮তম মিনিট বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা কর্নেলিয়াসের শট ফেরে পোস্ট কাঁপিয়ে।
৮৪তম মিনিটে দিয়াবাতে জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। ছয় মিনিট পর মোজাফ্ফরের বুদ্ধিদ্বীপ ছোট ফ্রি কিকের পর কয়েক জনের পা ঘুরে বল পেয়ে যান আরিফ। কোনাকুনি শটে মোহামেডানের জয়সূচক গোলটি করেন তিনি।
এই ম্যাচের আগে গোল পার্থক্যে মোহামেডান এগিয়ে থাকলেও পয়েন্ট সমান হওয়ায় আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচটি ছিল রানার্সআপ হওয়ার লড়াই। মোহামেডান ১৮ ম্যাচে নবম জয়ে ৩৫ পয়েন্টে দ্বিতীয় হয়েছে। সমান ম্যাচে চতুর্থ হারে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো আকাশি-নীল জার্সিধারীরা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এআর/আরইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
إرسال تعليق