ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সৈয়দ মো. গোলাম ইয়াজদানীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।
আদালতের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ইয়াজদানীকে চাকরিতে স্বপদে পুনর্বহাল করতে এবং তাঁর বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার কিছু অনিয়মের বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ইয়াজদানী।
আইনজীবীর তথ্য অনুসারে, গত বছরের ২২ জুন ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) পদে সৈয়দ মো. গোলাম ইয়াজদানীর নিয়োগের চুক্তি বাতিল করে ঢাকা ওয়াসা বোর্ড। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ইয়াজদানী রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুল দেন।
Post a Comment